নকলায় ভোটার তালিকা হালনাগাদ ও বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার নিবন্ধন শুরু

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯

শেরপুর (নকলা প্র্রতিনিধি) : শেরপুরের নকলা উপজেলায় নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ শেষে চোখের আইরিশের প্রতিচ্ছবি ও দশ আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ৯ অক্টেবর সকালে নকলা পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম ভোটার নিবন্ধন প্রসঙ্গে বাংলারচিঠিডটকমকে বলেন, ২০০৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম, তারা ওই তথ্যের অন্তর্ভুক্ত হয়েছেন। এবার মোট ১২ হাজার ২৪৪ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং যারা এখনো বাদ পড়েছেন তাদেরও ভোটর হওয়ার সুযোগ আছে। নকলা পৌরসভার ভোটাররা পৌরসভা ও ইউনিয়নের ভোটাররা স্ব-স্ব ইউনিয়ন পরিষদে নিবন্ধন করতে পারবেন।

ভোটার নিবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।