অসুস্থ শরীরে নাচতে গিয়ে অজ্ঞান জ্যাকুলিন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯ বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সম্প্রতি অসুস্থ শরীর নিয়ে একটি গানের শ্যুটিংয়ে অংশ নেন। আর তাতেই ঘটে বিপত্তি, অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, জ্যাকলিন ও সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি ‘ড্রাইভ’-এর দ্বিতীয় গানের শ্যুটিং শেষ হয়েছে। ছবিটির ‘কর্মা’ গানের সিকোয়েন্সে অসুস্থ শরীরে ডান্স করতে গিয়ে, অজ্ঞান হয়ে পড়েন তিনি। অসুস্থ শরীরে পায়ে ব্যথা নিয়ে হাই-হিল পরে গানে নাচের সিকোয়েন্সেই শুধু নয়, ছবির অ্যাকশন দৃশ্যেও সকাল-রাতে শ্যুটিং করেন জ্যাকলিন।জ্যাকলিন ফার্নান্ডেজ বলছিলেন, ‘অসুস্থ শরীরে দু-দিন ধরে সকাল-রাতে গানের শ্যুট করেছি। পায়েও প্রচণ্ড ব্যথা ছিল। তবে এখন পর্দায় এই গানে নিজেকে দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’ Related posts:পারিবারিক কলহের জেরে ‘আত্মহত্যা’ করেন সালমান শাহ: পিবিআইফের মা হলেন ইলিয়ানাসড়ক দুর্ঘটনায় আহত ‘নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা Post Views: ২৩৩ SHARES বিনোদন বিষয়: