আ’লীগের পাঁচ অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন নভেম্বরে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : আওয়ামী লীগের পাঁচ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। সংগঠনগুলো হচ্ছে- কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় মহিলা শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ। আগামী নভেম্বর মাসে এসব সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগ, ১২ নভেম্বর জাতীয় মহিলা শ্রমিক লীগ এবং ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে। ২৩ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। জাতীয় মহিলা শ্রমিক লীগের সম্মেলন হবে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও যুবলীগের জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রতিটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া এসব তথ্য জানিয়েছেন। Related posts:ফখরুল-রিজভী-রব-মান্না সাহেবরা এখন ডাক্তার হয়ে গেছেন : তথ্যমন্ত্রীএক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভীজি কে শামীম যুবলীগের কেউ নয় : যুবলীগ চেয়ারম্যান Post Views: ২৯৮ SHARES রাজনীতি বিষয়: