ইরাকে বিক্ষোভ, গুলিতে নিহত ৬০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গত চারদিনে পুলিশের গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে দেশটির হাসপাতালের বরাতে জানিয়েছে বিবিসি। গত ২৪ ঘন্টায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। জানা গেছে, শুক্রবারও পুলিশের গুলিতে অন্তত ১০জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সব প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।বেকারত্ব, দুর্নীতি ও সরকারি সেবা না পাওয়ার প্রতিবাদে ১ সেপ্টেম্বর থেকে ইরাকের রাজপথে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না হয়েও সরকারি অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। Related posts:বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিচ্ছে রাশিয়াইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদিতেনিউজিল্যান্ডকে শতভাগ করোনামুক্ত ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন Post Views: ২২৬ SHARES আন্তর্জাতিক বিষয়: