ইলিশ উৎসব শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরগুণার সার্কিট হাউস মাঠে দেশের প্রথমবারের মতো জাতীয় মাছ ইলিশ উৎসব শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বরগুণা জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু্। জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরাম ইলিশ উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। উৎসবে ৬টি উপজেলা থেকে ৬০টি স্টলে ইলিশ বিক্রি ও ৯০ ধরণের ইলিশের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী আয়োজনের সমাপনী হবে রাত ১০টায়। Related posts:ওমিক্রন নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩২৫১ মামলাসুবর্ণজয়ন্তীতে জাতিকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী Post Views: ২৫৯ SHARES জাতীয় বিষয়: