চালের পাশপাশি এবার আমন ধানও কিনবে সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ অনলাইন ডেস্ক : ন্যায্যমূল্য নিশ্চিতে চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধান কিনবে সরকার। একই সঙ্গে ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে। আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়ে তা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। আমন মৌমুমে এবারই প্রথম ধান কিনছে সরকার। সরকা গত বছর ৩৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধানের চাল সংগ্রহ করেছিল। খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের প্রতি নজর রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতোপূর্বে আমনে ধান কেনা হয়নি। আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে এবার ৬ লাখ টন ধান সংগ্রহ করব। তিন লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহ করব মিলারদের কাছ থেকে। ৫০ হাজার টন আতপ চাল মিলারদের কাছ থেকে কেনা হবে।’ তিনি বলেন, ‘ধান কেনা হবে প্রতি কেজি ২৬ টাকা দরে। চাল প্রতি কেজি ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা কেজি দরে কেনা হবে।’ আগামী ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘১ ডিসেম্বর থেকে চাল কেনা শুরু হবে। ১০ নভেম্বরের মধ্যে কৃষি বিভাগ আমাদের প্রান্তিক চাষীদের তালিকা দিয়ে দেবেন। এই তালিকা ইউনিয়ন ওয়েবসাইটে চলে যাবে। সেই তালিকা নিয়ে আমাদের উপজেলা সংগ্রহ কমিটি যাচাই-বাছাই করবে। কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।’ Related posts:দেশে করোনায় প্রাণ গেল আরও ২৩৭ জনেরকোটা আন্দোলনের নামে এতগুলো প্রাণ ঝরবে কখনো ভাবিনি: প্রধানমন্ত্রীকেবল ভালো চাকরি জোটানোই উচ্চশিক্ষার উদ্দেশ্য নয় : স্পিকার Post Views: ২৫২ SHARES জাতীয় বিষয়: