ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে শেরপুরে প্রতিবেশীর দায়ের কোপে যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদরের ভাতশালা এলাকায় ছাগলে গাছ খাওয়ার জেরে প্রতিবেশীর দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ২২ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (২৭) একই এলাকার বয়জুদ্দিনের ছেলে। নিহতের জেঠাতো ভাই শেখ ফরিদ বলেন , গতকাল (সোমবার) বিকেলে তার ফুপাতো ভাই আজিজুলের একটি ছাগল প্রতিবেশী জাহিদুলের একটি গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় আজিজুল ও জাহিদুলের পরিবারের লোকদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এলাকার লোকজন বিষয়টি নিয়ে কথা বলার পর রাতে এ ব্যপারে সুরাহা করে আমরা বাড়ীতে চলে যাই। পরে আজ সকালে আজিজুল বাড়ির বাইরে গেলে জাহিদুলের লোকজন তাকে আবার আক্রমণ করে। এসময় সোহেল রানা ও আমি আজিজুলকে বাঁচাতে এগিয়ে গেলে জাহিদুলের দায়ের কোপে দুজনই আহত হই। Related posts:ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২ জনের মৃত্যুময়মনসিংহে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালা খুন, অভিযুক্ত গ্রেপ্তারবকশীগঞ্জে তক্ষকসহ ৮ জন আটক Post Views: ৩০৪ SHARES সারা বাংলা বিষয়: