জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ অনলাইন ডেস্ক : গত ছয় দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে জাপানের রাজধানী টোকিও ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব অঞ্চল লণ্ডভণ্ড হয়েছে। এই ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। হাগিবিসের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জীবিতদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। এর আগে শনিবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে টোকিওর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ইজু পিনিনসুলাতে প্রথম আঘাত হানে হাজিবিস। পরদিন সকালে এটি জাপান দ্বীপের পূর্ব উপকূল ধরে এগিয়ে যায়। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় সর্বোচ্চ ২২৫ কিলোমিটার (১৪০মাইল)। Related posts:টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪১পুলিশ স্টেশনে হামলা, ইরানে বিপ্লবী গার্ডসের কর্নেলসহ নিহত ১৯নতুন বছরে বিয়ে করলেই ১০ গ্রাম স্বর্ণ! Post Views: ২৮১ SHARES আন্তর্জাতিক বিষয়: