জামালপুরে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর সকালে উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদে ৩৬০টি জেলে পরিবারের মাঝে ২০ কেজি হারে ৭.২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। জানা গেছে, সরকার সারাদেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ করার কারণে কোনো জেলে যেন না খেয়ে জীবন যাপন না করেন সেই লক্ষ্যে জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুর রহমান, সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, ইউপি সচিব আনছার আলী প্রমুখ। Related posts:জামালপুরে সাধারন মানুষের মাঝে জেলা প্রশাসনের মাস্ক বিতরনশরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহতকরোনায় ময়মনসিংহ মেডিকেলে ঝরল আরও ২৩ প্রাণ Post Views: ২৫৩ SHARES সারা বাংলা বিষয়: