জামালপুরে ধানক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় গলায় ওড়না পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। Related posts:রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ১৬ নেতার পদত্যাগময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম এসএসসি পরীক্ষারাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২ Post Views: ৩২৯ SHARES নারী ও শিশু বিষয়: