জামালপুরে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯ জামালপুর প্রতিনিধি : দালাল এবং হয়রানীমুক্ত পরিবেশে বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে ২৮ অক্টোবর জামালপুরে অনুষ্ঠিত হয় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। সেমিনারে মূল প্রতিপাদ্য ছিলো জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক’র সভাপতিত্ব অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. শিবলী, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সেমিনার সূত্র জানায়, কাজের সন্ধানে বিদেশে যেতে ইচ্ছুক মানুষজন যানে কোনো প্রকার প্রতারণা শিকার না হন এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি এবং দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে ব্যপকভাবে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই বার্তাগুলো তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়ার জন্য এধরনের সেমিনার, সভা, সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। মুখ্য আলোচক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেন বলেন, প্রতি উপজেলা থেকে সরকারিভাবে এক হাজার করে দক্ষ লোক বিদেশে পাঠানো হবে। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বেকারত্বের সংখ্যা আশাব্যঞ্জকহারে হ্রাস পাবে। তিনি জামালপুরে বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে কেউ যাতে দালালের খপ্পরে না পড়ে এবং দুর্নীতির শিকার না হন এব্যাপরে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সংসদ সদস্য আরো বলেন, প্রবাসী ভাইবোনেরা বিদেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান। তাদের পাঠানো টাকা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাসগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। Related posts:সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে কিশোরের আত্মহত্যাময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরুজিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল- মির্জা আজম এমপি Post Views: ২৪৯ SHARES অর্থনৈতিক বিষয়: