জামালপুরে রোহিঙ্গা যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরে রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের রেলস্টেশন এলাকা তাকে আটক করা হয়। আটক রুবেল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় রেলস্টেশন এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। ওই যুবকের কথাবার্তায় তাকে রোহিঙ্গা বলে সন্দেহ হয়। তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে. তার নাম রুবেল। তিনি কক্সবাজারের উখিয়া মুসুলি ২ নং ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে। তার বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। Related posts:গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক ২০বকশীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক আটকজামালপুরে র্যাবের অভিযানে আটক দুই টিকিট কালোবাজারির জরিমানা Post Views: ৩০৩ SHARES সারা বাংলা বিষয়: