জামালপুরে সিডস এর আত্মনির্ভরশীল দল গঠন বিষয়ক প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ জামালপুর প্রতিনিধি : একতাবদ্ধ শক্তি হিসেবে বৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নয়ন, অধিকার আদায় এবং সামাজিক সম্মান, সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী আত্মনির্ভরশীল দল গঠন বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র শেওলা কক্ষে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিডস প্রকল্পের ব্যবস্থাপক এস এ শামসুদ্দিন, প্রকল্প কর্মকর্তা (জীবীকায়ন) মো. মজিদুল হক, মাঠ সহায়ক রিতা কুমারী, রুমানা ইয়াসমিন প্রমুখ। হতদরিদ্র মানুষের সম্মানজনকভাবে আর্থ-সামাজিক স্থায়িত্বশীল উন্নয়ন প্রকল্প (সিডস) এর আওতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে প্রাথমিকভাবে আড়াই হাজার উপকারভোগী নিয়ে কার্যক্রম শুরু হয়েছে। দল গঠনের মাধ্যমে হতদরিদ্রদের উন্নয়নে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। এরমধ্যে শক্তিশালী সুশীল সমাজ গঠন, গুনগত প্রাথমিক শিক্ষা, কারিগরী দক্ষতা অর্জনের মাধ্যমে জীবীকায়ন, নারীর ক্ষমতায়, ভেল্যু চেইন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা যায়। Related posts:ভালুকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহতবাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রীময়মনসিংহে ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ Post Views: ২৫৩ SHARES সারা বাংলা বিষয়: