জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেনা, সম্পাদক হাসিনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটিতে আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে সভাপতি এবং হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৬ অক্টোবর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাফিয়া খাতুন জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মির্জা আজম। জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে সভাপতি ও হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করে জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। Related posts:ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যুখুনি মোস্তাক ও জিয়ার উত্তরসূরীদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চলবে : তথ্য প্রতিমন্ত্রীত্রাণ বিতরণে অনিয়ম করলেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ॥ মির্জা আজম Post Views: ৩৭৭ SHARES রাজনীতি বিষয়: