‘তুফান’র পোস্টারে বক্সারের ভূমিকায় ফারহান, কী বললেন শাহরুখ? অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৯ বিনোদন ডেস্ক : ‘ভাগ মিলখা ভাগ’র পর আবার ক্রীড়াকেন্দ্রিক সিনেমায় ফিরছেন ফারহান আখতার। সোমবার ফারহানের টুইটার মারফত প্রকাশ্যে এলো রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘তুফান’-এর প্রথম পোস্টার। আর তাতে ফারহান আখতারের পেশিবহুল চেহারা ও বক্সিংয়ের দৃশ্যের ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ফারহানের লুক-এর প্রশংসা করলেন শাহরুখ খান নিজেও। “দারুণ! অনেক শুভেচ্ছা বন্ধু। অসাধারণ দেখতে লাগছে!” রিপ্লাই করে লিখলেন কিং খান। এই সিনেমায় একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে ফারহানকে। সেই উদ্দেশ্যে শরীরের বেশ কিছু পরিবর্তন আনেন ফারহান। বক্সারের চরিত্রের সঙ্গে মাননসইভাবে কমিয়ে ফেলেন শরীরের ফ্যাটের পরিমাণ। Related posts:এবার করোনাভাইরাসে আক্রান্ত নোবেলের বাবাআজ নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের জন্মদিনবিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ Post Views: ২৯২ SHARES বিনোদন বিষয়: