পূজার রেসিপি চিংড়ির মালাইকারি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯ অনলাইন ডেস্ক : উৎসব মানেই কব্জি ডুবিয়ে ভুঁড়িভোজ। আর তা যদি হয় দুর্গাপূজার মতো উৎসব তাহলে তো কথাই নেই। পূজায় বিভিন্ন লোভনীয় পদের ভিড়ে থাকুক চিংড়ির মালাইকারি। জেনে নিন রেসিপি- উপকরণ:বড় চিংড়ি ২৫০ গ্রামআস্ত জিরা ২ গ্রামআদা-রসুন বাটা ১ টেবিল চামচ করেজিরা গুঁড়াধনিয়া গুঁড়ামরিচের গুঁড়া ১ চামচ করে১ চামচ গরম মসলা গুঁড়ালবণ স্বাদমতো১২০ গ্রাম নারিকেলের দুধ১ চামচ ঘি। প্রণালি:প্রথমে চিংড়িগুলোতে হলুদ গুঁড়া মাখিয়ে একটা পাত্রে রেখে দিন। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে আস্ত জিরা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে সব গুঁড়া মসলা মিশিয়ে নাড়ুন। চিংড়িগুলো মসলা দিয়ে নাড়তে থাকুন। এবার এতে নারিকেলের দুধ যোগ করুন। অল্প আঁচে রান্না করুন। পরোটো কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম মালাইকারি পরিবেশন করুন। Related posts:ঘরেই তৈরি করুন রসমালাইগুরুতর ৭ রোগের প্রবণতা নারীদের মাঝে বেশিহলুদের ৫ উপকারী দিক Post Views: ৩৩৯ SHARES লাইফস্টাইল বিষয়: