প্রাকৃতিক নয়, ভারতে রপ্তানি হবে আমদানি করা গ্যাস : প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক গ্যাস নয়, ভারতে রপ্তানি হবে আমদানি করা গ্যাস। আর আমদানিকৃত এসব এলপিজি দেয়া হবে ভারতের ত্রিপুরায়। বুধবার গণভবনে যুক্তরাষ্ট্র ও ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।বিশ্ব অর্থনীতি ফোরামের ভারত অর্থনৈতিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ থেকে ৬ অক্টোবর-এই চার দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে তিনি ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। Related posts:নেত্রকোনায় গুমাই নদীতে ট্রলারডুবি, ৯ জনের মরদেহ উদ্ধারপদ্মা সেতু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস এনে দিয়েছে : রাষ্ট্রপতিকিছু লোক লেখাপড়া শিখলেই আর মাঠে যেতে চায় না : প্রধানমন্ত্রী Post Views: ২২৫ SHARES জাতীয় বিষয়: