শপথ নিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ৯ অতিরিক্ত বিচারপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ অনলাইন ডেস্ক : শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত নয়জন অতিরিক্ত বিচারপতি। সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথবাক্য পাঠ করান।শপথ গ্রহণ করা ৯ অতিরিক্ত বিচারপতি হলেন: ১. মোঃ মাহ্বুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি আর এল ভোগরত)২. শাহেদ নূর উদ্দিন, জেলা ও দায়রা জজ (পি আর এল ভোগরত)৩. ড. মোঃ জাকির হোসেন, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট৪. ড. মোঃ আখতারুজ্জামান স্পেশাল জজ-৫, (জেলা ও দায়রা জজ, ঢাকা)৫. মোঃ মাহমুদ হাসান তালুকদার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট,৬. কাজী ইবাদত হোসেন, অ্যাডভোকেট. বাংলাদেশ সুপ্রিম কোর্ট৭. কে এম জাহিদ সারওয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল৮. এ, কে, এম জহিরুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।৯. কাজী জিনাত হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল Related posts:নির্বাচনে লড়বেন না ড. ইউনূসঅ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগএকমাত্র সুশিক্ষার মাধ্যমেই উন্নত জাতি গড়া সম্ভব ॥ নকলায় মতিয়া চৌধুরী Post Views: ২৮৯ SHARES আইন-আদালত বিষয়: