শেরপুরের সীমান্তে এলাকায় ভারতীয় মদ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯ বিশেষ প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শেরপুরের তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর রোববার বিকালে সীমানা পিলার ১০৯৯ হতে আনুমানিক তিন কি.মি. দুরে সরকারি বন বাগান দুধনই বিটের শালবাগান এলাকার পাকা রাস্তা উপর থেকে আট বোতল ভারতীয় অফিসার চয়েজ ব্র্যান্ডের মদ উদ্ধার করে। মাদক চোরাকারবারীরা এক মোটরসাইকেল আরোহীর নিকট মদ হস্তান্তর করার সয়ম বিজিবি’র জওয়ানরা ঘনটাস্থলে পৌঁছে। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আট বোতল মদসহ ১টি ব্যাগ ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে তাওয়াকুচা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে মাদক কারবারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে ব্যাগসহ মদগুলো ফেলে রেখে দ্রুত চম্পট দেয়। পরে সিজার লিস্ট করে মদগুলো ধ্বংস করার জন্য ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবি’র নিকট প্রেরণ করা হয়েছে। Related posts:শেরপুরে ১৮ বালুদস্যুর বিরুদ্ধে মামলাময়মনসিংহে ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২আইটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে দেশের বেকারত্ব দূর হবে : পলক Post Views: ৩১৬ SHARES সারা বাংলা বিষয়: