শেরপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে সাপমারী ভুইয়ার চর স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার কার্যালয়ে গত ২৭ অক্টোবর রোববার নারী ও শিশু কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা ভিত্তিক নেটওয়ার্কের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নেটওয়াকিং এর সভাপতি লিপি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও উদ্ধোধনী বক্তব্য রাখেন স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক তথ্যধারার প্রতিনিধি সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ, বলাইয়ের চর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জংগলদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। ওরিয়েন্টেশনে ৪টি ইউনিয়নের তৃনমূল থেকে বাছাইকৃত নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ, ইভটিজিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দিনের কর্ম শেষে অংশগ্রহণকারী ২৫জন নারী নেত্রীর মধ্যে ২জন তাদের অনুভূতি প্রকাশ করেন। তাদের মধ্যে আনারসি দিনের ওরিয়েন্টেশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অনুভূতি প্রকাশ করেন। প্রশিক্ষন প্রদান করেন স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ জিয়াউল হক। স্বণির্ভর নারী কল্যাণ সংস্থার আয়োজনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোণা, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এর সহযোগীতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী সুরুজ্জামানের কর্মী সমাবেশপটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের ঘরে মিলল ৩১৮ বস্তা সরকারি চালময়মনসিংহে মদসহ গ্রেফতার কারবারি কারাগারে Post Views: ৩১৬ SHARES নারী ও শিশু বিষয়: