শেরপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার তিনানী বাজারে ‘ডেভাইন হেল্পারস অব বাংলাদেশ’ ঝিনাইগাতী উপজেলা সংগঠনের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী ওই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহিদুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফয়জুর রহমান সজিব, সাবেক ছাত্র নেতা সোলায়মান হোসেন, প্রধান শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল মোর্শেদ আসাদ। ওইসময় বক্তারা নিরাপদ সড়কের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ গ্রহণ করেন। Related posts:শেরপুরে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালিতদিনাজপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, নবজাতকসহ সুস্থ রয়েছেন মাময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে তরুণীর মৃত্যু Post Views: ২২৩ SHARES সারা বাংলা বিষয়: