শেরপুরে বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের গৃদানারায়ণপুর এলাকার জেলা শিশু একাডেমি কার্যালয়ে জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, স্কুল শিক্ষার্থী নাফিউল ইসলাম, তাবাসসুম মতি প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এটিএম জিয়াউল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়। পরে একাডেমির শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। Related posts:মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করলেন শেরপুরের জেলা প্রশাসকসারের জন্য এখন আর কৃষককে জীবন দিতে হয় না : সাংসদ হোসনে আরা বেগমভালুকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন Post Views: ২৮২ SHARES নারী ও শিশু বিষয়: