শেরপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে ও চর অঞ্চল রক্ত সৈনিক’র আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দিনব্যাপী শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটী বাজারে অগ্রদূত প্রিপরেটরি অ্যান্ড হাই স্কুলের ২০০ শতাধিক শিক্ষার্থী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। এসময় উপস্থিত ছিলেন অগ্রদূত প্রিপরেটরি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, রক্ত সৈনিক বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শামীম, চরঅঞ্চল রক্ত সৈনিকের সভাপতি দুর্জয় মামুন, রক্ত সৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার কার্যকরী সদস্য আমির হামজা, আশরাফুল ইসলাম, সজিব আহমেদ, সায়েম আহমেদ, ওয়াদুদ আরিফ, লাবিব ইবনে জিয়া, বিলাশ আহমেদ, লাবলু আহমেদ প্রমুখ। দিনব্যাপী এ কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। Related posts:জামালপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনশেরপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা ॥ ইউপি সদস্যসহ গ্রেফতার ২বরিশালে এবার ইউএনও-ওসির বিরুদ্ধে আদালতে ২ মামলার আবেদন Post Views: ৯১৭ SHARES বিশেষ সংবাদ বিষয়: