শেরপুর সদর উপজেলা নির্বাচন ॥ প্রার্থী-ভোটারদের মাঝে ইভিএম-এ ভোটদানের নিয়ম-কানুন প্রদর্শন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম-কানুন প্রদর্শন করা হয়েছে। ৬ অক্টোবর শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্র তুলশীমালায় নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম-এ ভোট দেওয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাচনের ১৪০টি ভোট কেন্দ্রেও কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করতে হবে সে বিষয়ে সাধারণ ভোটারদের সম্যক ধারণা ও ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বায়েযীদ হাছান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবিহা জামান শাপলা প্রমুখ। সভায় জেলা প্রশাসক আনারকলি মাহবুব নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণা চালাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ দেন। Related posts:নালিতাবাড়ী প্রেসক্লাব’র নয়া কমিটি ॥ সামেদুল সভাপতি, মনির সম্পাদকশেরপুরে ঢেউটিন ও টাকা বিতরণফুলপুরে মানবতাবিরোধী অপরাধের আসামি গ্রেফতার Post Views: ৩৪৫ SHARES নির্বাচনের মাঠ বিষয়: