সচিব পদমর্যাদা পেলেন ৪ সংস্থার প্রধান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ অনলাইন ডেস্ক : সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন চার সরকারি সংস্থার প্রধান। বৃহস্পতিবার এই চার কর্মকর্তাকে বেতন কাঠামোর সর্বোচ্চ গ্রেড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর এই চার কর্মকর্তাকে আগের দফতরেই প্রেষণে পদায়ন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. হাইয়ুল কাইউম, পেট্রোবাংলার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রুহুল আমিন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী আ খ ম মহিউল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। Related posts:রমজানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরপোষ্য কোটা ইস্যুতে উত্তাল জাবিছুটি শেষে ১১ দিন পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Post Views: ২৬৪ SHARES জাতীয় বিষয়: