সামাজিক নিরাপত্তা কর্মসূচী সেবার মানোন্নয়নে নালিতাবাড়ীতে সেমিনার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ নালিতাবাড়ী প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ‘সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচী বাস্তবায়নে সেবার মান উন্নয়ন শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, বাঘবেড় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সবুর, ফারুক আহমেদ বকুল, ইউনুছ আলী দেওয়ান, আসাদুজ্জামান, বাংলার কাগজ প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। এতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে বক্তাগণ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা কার্ডের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন সুপারিশ তোলে ধরেন। Related posts:তুরাগ নদে ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধারশেরপুরে ৫ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য বিষয়ক প্রশিক্ষণ উদ্ধোধনজামালপুরে বজ্রপাতে গরুসহ মহিলার মৃত্যু Post Views: ৩১০ SHARES সারা বাংলা বিষয়: