সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে শুক্রবার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা শুক্রবার থেকে হ্রাস পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এরপর থেকে সারাদেশে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হতে থাকবে। এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ। খবর-বাসস’র। আবহাওয়াবিদ রুহুল কুদ্দস জানান, আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে আকাশে মেঘলা ও গুমোটভাব থাকবে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। Related posts:কোনো উপসর্গ নেই, তবু করোনা হতে পারে?আজ পল্লীকবি জসীম উদ্দীনের জন্মদিনআমাদের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী Post Views: ২৩৬ SHARES জাতীয় বিষয়: