২০২১ সাল নাগাদ সব ডিজিটাল সেবা আরও সহজ হবে: জয় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯ অনলাইন ডেস্ক : আগামী ২০২১ সাল নাগাদ দেশের সব ডিজিটাল সেবা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে এক সেবা, এক পে, এক শপ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সজীব ওয়াজেদ জয় বলেন, দেশের সব ডিজিটাল সেবা ২০২১ সালের মধ্যে জনগণের জন্য আরও সহজ হয়ে উঠবে। আগামী পাঁচ বছরের মধ্যে জাতিসংঘ ডিজিটাল সূচকে বাংলাদেশ পঞ্চাশের মধ্যে জায়গা করে নেবে। এই সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১১৫তম। অনুষ্ঠানে ই-গভর্নেন্স মাস্টারপ্ল্যানের মোড়কও উন্মোচন করেন সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে জানানো হয়, এক সেবা, এক পে সার্ভিসের সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য, গ্যাস-পানি-বিদ্যুৎ বিলসহ পণ্য কেনাকাটা করতে পারবেন নাগরিকরা। Related posts:তথ্য গোপন করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে দুই বছরের কারাদণ্ড১ অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হচ্ছেআশ্রয়কেন্দ্র তৈরির আগে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন : পররাষ্ট্রমন্ত্রী Post Views: ৩৩২ SHARES জাতীয় বিষয়: