ইমাম-মুয়াজ্জিনদের সরকারি চাকরির আওতায় আনা উচিত: র‌্যাব মহাপরিচালক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

শ্যামলী নিউজ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমদ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি চাকরির আওতায় আনা উচিত। তাহলে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই সহজ হবে। তাহলে আমরা অনেক কিছুই করতে পারব। আমার মনে হয় মসজিদের সংখ্যা ৭ লাখের বেশি হবে না। তাদের বেতন দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে।

বুধবার ঢাকার লেকশোর হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট আয়োজিত ‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদিকরণ ও সহিংস চরমপন্থা রোধ’ শিরোনামে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন উপস্থিত ছিলেন।

বেনজীর আহমদ বলেন, ইসলামে নিষিদ্ধ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জুমআর খুতবায় কিছু বলেন না। আমরা দেখি তারা রাজনৈতিক বক্তব্য দেন। আপনারা (ইমামরা) রাজনীতি করতে চাইলে করেন, কিন্তু মসজিদকে ব্যবহার করবেন না। অনেক চেষ্টার পরেও সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সাধারণ বিবৃতি দিতে বাংলাদেশের ইসলামী নেতাদেরকে এক জায়গায় আনা যায়নি।