জামালপুরে ৪৮৩ জন পেল রেড ক্রিসেন্টের নগদ অর্থ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তুলসীরচর ও রানাগাছা ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮৩ জন পেল ২১ লাখ ৭৩ হাজার ৫ শত টাকা নগদ অর্থ ও সবজির বীজ। ২ অক্টোবর দুপুরে জামালপুর নান্দিনা শেখ আনোয়ার হোসাইন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

অন্যান্যের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়োর হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, তুলসীরচর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল্লাহ, রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের যুবপ্রধান (ভারপ্রাপ্ত) সামিউল ইসলাম দুখুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সদরের তুলসীরচর ও রানাগাছা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিজনকে ৪ হাজার ৫ শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।