পুলিশের শান্তি সমাবেশে সন্ত্রাস-মাদক-বাল্যবিয়ে বিরোধী শপথ নিল শেরপুরে ৩ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ ‘সন্ত্রাসের বিরুদ্ধে স্নেহ, মাদকের বিরুদ্ধে মমতা, জঙ্গীবাদের বিরুদ্ধে জনার্দন’ এ শ্লোগানে শেরপুরে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে ব্যতিক্রমী এক শান্তি সমাবেশ করেছে জেলা পুলিশ। ১৯ অক্টোবর শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহায়তায় আয়োজিত ওই শান্তি সমাবেশে সন্ত্রাস-মাদক-জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বিরোধী শপথ গ্রহণ করেছে উপস্থিত প্রায় ৩ হাজার শিক্ষার্থী-শিক্ষক ও অংশগ্রহণকারী। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া ওই শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার দেশে শিক্ষার হার শতভাগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কারণ উন্নত ও সমৃদ্ধ দেশ গঠন করতে একটি সুশিক্ষিত জাতির কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতন করেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, শ্রীবরদী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলী লাল, ঝিনাইগাতী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নালিতাবাড়ী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শিক্ষার্থী সুমাইয়া শারমিলি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সোহাগী আক্তার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক মহলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।