জামালপুরে কমিউনিটি পুলিশ ডে উদযাপিত

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস উদযাপিত হয়েছে। মেলান্দহ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে থানা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এস এম আব্দুল মান্নান এতে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সম্পাদক মো. জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সম্পাদক হাবিবুর রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, মাহফুজুল হক মাফল, ফজলুল করিম ফরহাদ, শফিউল আলম শাহাবুদ্দিন, মিজানুর রহমান মুকুল, রিপোর্টার্স ইফনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্জামাল এবং নাংলা ইউনিয়ন কমিউনিটি পুলিশের সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
সভায় সমাজসেবার প্রত্যয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানানো হয়।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সকালে মডেল থানা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান পদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি,’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সকালে মডেল থানা চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান পদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।