শেরপুরে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পরামর্শ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের গোপালবাড়ীস্থ প্রধান কার্যালয়ে ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের পরামর্শ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: আরিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক হোসেন আলী, সহ সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র বিশ্বাস, বিশেষ সদস্য ও জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংক লড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সদস্য ধারা গঠিত ঢাকলহাটী শ্রমিক সঞ্চয় সমিতির সভাপতি ফকরুল হাসান, বিপুল মিয়া, চালক সদস্য আলাল মিয়া, সিনিয়র সদস্য মিলন মিয়া, হাসু মিয়া সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের উপ কমিটি থেকে আগত সভাপতি সম্পাদক গণ বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা সভাপতির বক্তব্যে একটা কুচক্রী মহল ও শ্রমিক ইউনিয়নের দালাল নামে খ্যাত তাদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বাচনে হেরে গিয়ে শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনাদের এই ষড়যন্ত্র কোন দিন সফল হবে না। আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন নিয়ে এসে ট্রাক শ্রমিক ইউনিয়নের মেহনতি শ্রমিকদের রোজি রোজগারের উপর হামলা চালিয়ে আপনারা সফল হতে পারবেন না। আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা দাত ভাঙ্গা জবাব দিবেন। অন্যান্য বক্তারা সভাপতির বক্তব্যকে সমর্থন করে আগামী দিনে ট্রাক শ্রমিক ইউনিয়নের যে কোন সভা সমাবেশে একাত্মতা ঘোষণার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদ্য নির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।