জামালপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

জামালপুর প্রতিনিধি : স্বপ্রনোদিতভাবে শহর পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নাগরিক সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট পৌরসভার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে একটি বাসোপযোগী নগর প্রতিষ্ঠার লক্ষ্যে বিডি ক্লিন জামালপুরের উদ্যোগে জামালপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ২৯ নভেম্বর বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেন বিডি ক্লিন ময়মনসিংহ অঞ্চলের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জাহাঙ্গীর সেলিম, আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আরিফ হোসেন, বিডি ক্লিন জামালপুর শাখার আহ্বায়ক সুলতানুল ইয়ালিদসহ অন্যান্য সদস্যগণ।

পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও শপথবাক্য পাঠ করা হয়।

জামালপুর শহর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া বিডি ক্লিন দল।

ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে গোটা দয়াময়ী চত্বরটা ঝকঝকে হয়ে উঠে। এই অভিযানে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও উৎসুক জনতা স্বাগত জানান। এছাড়া পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা এই অভিযানকে অভিনন্দন জানান।

উল্লেখ, বিডি ক্লিন জামালপুর নভেম্বর মাস থেকে প্রতি শুক্রবার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দলবদ্ধভাবে অভিযান পরিচালনা করে আসছে। বিষয়টি অভিনব হলেও এর ধারাবাহিকতা এবং স্থায়ীত্বের জন্য পৌরকর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বিভাগের এগিয়ে আসা ও সহায়তা করা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন শহরবাসী। তবে অনেকেই নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।