বিডি ক্লিন শেরপুর টিমের উদ্যোগে এবার পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

স্টাফ রিপোর্টার ॥ পরিচ্ছন্ন বাংলাদেশের গড়ার স্বপ্নে’ “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই” এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের শেরপুর টিমের উদ্যোগে ২০ তম ইভেন্ট এর অংশ হিসেবে এবার কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহরের চাপাতলি পৌর কবরস্থানে ওই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক পেনেল মেয়র মতিউর রহমান মতি, বিডিক্লিন শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডি ক্লিন শেরপুর টিমের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম, লজিস্টিক রইচ উদ্দীন হৃদয়, পুলিশ লাইন ইউনিট মনিটর আশরাফুল, দশকাহনিয়া ইউনিট মনিটর আমির হামজা, মৃগী ইউনিট মনিটর জুয়েল রানা, মমিনবাগ ইউনিট মনিটর হাসিবুল হাসান শান্ত, শেরপুর সরকারী কলেজ ইউনিট মনিটর আনিসুর রহমান, ডিসি উদ্যান ইউনিট মনিটর রবিউল আওয়াল সানী, পায়রা চত্বর ইউনিট মনিটর নূর মোহাম্মদ আকাশ, বঙ্গবন্ধু চত্বর ইউনিট মনিটর সায়েম, অর্কিড ইউনিট মনিটর ফাহমিদা মিলা, জেলা লজিস্টিক মডারেটর, লাবিব হাসান স্বপন, মডারেটর রাসেল মিয়া, সদস্য রুকন মিয়া, নাহিদ, জসিম উদ্দিন, রাজা, রতন, সাইফ প্রমুখ। পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে দা, কোদাল ও বেলচা দিয়ে কবরস্থান পরিস্কার করেন। আয়োজক সংগঠনের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, কবরস্থান পরিচ্ছন্ন রাখতে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে পুরো কবরস্থান পরিস্কার করা হবে। এবং সবাইকে বিডি ক্লিন শেরপুরের পাশে থাকতে অনুরোধ জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিডি ক্লিন শেরপুরের এমন সময় উপযোগী পরিচ্ছন্নতা অভিযানের প্রসংশা করে বিডি ক্লিন শেরপুর টিমের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।