১১ দফা দাবিতে শেরপুরে সেক্টর কমান্ডারস ফোরামের স্মারকলিপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ স্টাফ রিপোর্টার : শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমানকে বৃটিশের তাবেদার ও পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর উল্লেখ করে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক শেরপুর জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সাইনবোর্ড থেকে তার নাম কর্তনের দাবিসহ ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে পেশ করা হয়েছে। ২৫ নভেম্বর সোমবার দুপুরে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার পক্ষ থেকে ওই স্মারকলিপি জেলা প্রশাসক আনার কলি মাহবুবের কাছে পেশ করা হয়। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বারকলিপি পেশকালে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামানসহ অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, তালাপতুফ হোসেন মঞ্জু, হারেজ আলী, বিল্লাল হোসেন, অ্যাডভোকেট মোঃ সুরুজ্জামান, অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ১১ দফা প্রস্তাব বা দাবি জেলা প্রশাসকের মাধ্যমে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে। স্মারকলিপিতে উল্লেখিত অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার প্রয়াত সভাপতি আমজাদ হোসেনের নামে শেরপুর টাউনের বটতলা থেকে শীতলপুর পর্যন্ত রাস্তার নামাকরণ, শেরপুর এলাকার যেসব শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপন, জেলার সূর্যদী, শহীদ দারোগ আলী পৌর পার্ক, জগৎপুর, আহম্মদনগর ও নাঁকুগাওসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানগুলোতে শহীদ বীর ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং মুক্তিযুদ্ধকালীন কুখ্যাত মাহবুবুল হক ওরফে বাবুল চিশতির গুলিতে একজন মুক্তিযোদ্ধার পিতা ও ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমানকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আনীত মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। Related posts:ময়মনসিংহে র্যাবের হাতে জেএমবির পাঁচ সদস্য আটকশরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহতসিরাজগঞ্জে ইউএনও-এসিল্যান্ডের ওপরে হামলায় ৭ নারী গ্রেপ্তার Post Views: ২৫৬ SHARES সারা বাংলা বিষয়: