এবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না: শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯ অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি, আর ঘটবেও না।’ শনিবার সকাল পৌনে ১০টায় কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনা ঘটেনি। আর ঘটবেও না। বিগত সময়ে আমরা দেখেছি একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা করেছে। এমনকি প্রশ্ন ফাঁসের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এবার এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে।’ পরীক্ষা শুরু হওয়ার আগেই আমরা কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের অসুবিধা হয়। তাই এবার পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র পরিদর্শন করা হল। Related posts:সাংবাদিকরা দায়িত্ব পালনে পুলিশের পরিপূরক : আইজিপিনিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীরনাগরিকত্ব সংশোধনী আইন পাশের প্রয়োজন ছিল না: প্রধানমন্ত্রী Post Views: ২৮৩ SHARES জাতীয় বিষয়: