এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯ অনলাইন ডেস্ক : চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (এমপি) মঈন উদ্দীন খান বাদল আর নেই। ভারতের বেঙ্গালুরুতে নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। শ্যামলী নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাই মনির উদ্দীন খান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম ৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন। এই মুক্তিযোদ্ধা তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছে। Related posts:২ মে পর্যন্ত বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই পাবে : গণশিক্ষা উপদেষ্টা৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা Post Views: ৩০৩ SHARES জাতীয় বিষয়: