জামালপুরে অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯ জামালপুর প্রতিনিধি : ডিজিটাল খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনায় কৃষকের অ্যাপের মাধ্যমে জামালপুরে কৃষক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ২৫ নভেম্বর বিকেলে শরিফপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জামালপুর সদর উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটি ও শরিফপুর ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে কৃষক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম ও জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ। জানা গেছে, ২৫ নভেম্বর সোমবার থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনায় কৃষকের অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন কার্যক্রম চলবে। একই সাথে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ধান বিক্রয়ের আবেদন করা যাবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম। Related posts:নকলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিতরাজশাহীর শাহ্মখদুম থানা পুলিশের অভিযানে ১৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ময়মনসিংহে জনপ্রতিনিধি হলেন ফিলিপাইনের নারী Post Views: ২৮৭ SHARES সারা বাংলা বিষয়: