জামালপুরে ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা ভবন উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কেশবপুর ইসলামিয়া দাখিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর দুপুরে মাদরাটির পরিচালনা কমিটির আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মাদরাসাটির পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফজলুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ফনি প্রমুখ। এরআগে মাদরাসাটির চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। পরে মাদরাসাটির উত্তর উত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মাদরাসাটির শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসাটির সুপার মাওলানা মো. কোরবান আলী। জামালপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। Related posts:মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহতজামালপুরে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুই প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ Post Views: ২৮৮ SHARES সারা বাংলা বিষয়: