জামালপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামে ৫ নভেম্বর সকালে অভিযান চালিয়ে ২৪০টি ইয়াবা বড়িসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়। আটক ওই মাদক কারবারির নাম আকলিমা খাতুন (২৮)। তিনি উপজেলার দিলালেরপাড়া গ্রামের রবিন রানা ফকিরের স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এনফোর্সমেন্ট সদস্য ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের যৌথ আভিযানিক দল ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় মাদক কারবারি আকলিমা খাতুনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪০টি ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে আকলিমা খাতুনের স্বামী রবিন রানা ওরফে ফকির (৩৫) দ্রুত পালিয়ে যায়। তারা বেশ কিছুদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল বলে জানা গেছে । জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ নেওয়াজ বলেন, আটক মাদক কারবারি আকলিমা খাতুন ও তার স্বামী পলাতক রবিন রানা ওরফে ফকিরের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। Related posts:ময়মনসিংহে ১০৩ প্রকল্পের উদ্বোধন-ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রীবরিশালে পুলিশ বক্স ও পিকআপ ভাঙচুরজামালপুরে সরকারি চাল জব্দ ॥ গুদাম সিলগালা Post Views: ২৯৪ SHARES সারা বাংলা বিষয়: