জামালপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০১৯ জামালপুর প্রতিনিধি : ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি জ্ঞানে দক্ষতা গড়ে তুলার লক্ষ্যে পরিবর্তন হবো পরিবর্তন করবো যুব সংঘের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ৩১ অক্টোবর হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজের বাছাই করা ২০ জন ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের আইএলসি ল্যাবে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংঘের পরিচালক সোহানুর রহমান। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, এমন কার্যক্রম যদি চলতে থাকে তাহলে ২০ জন ২০ জন করে অনেক ছাত্র-ছাত্রী এই বিষয়ে দক্ষ হয়ে উঠবে এবং তথ্য প্রযুক্তির যুগের সাথে নিজেদের তাল মিলিয়ে নিতে সহজ হবে। তিনি এই যুব সংঘের কার্যক্রমের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। Related posts:রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২২পবিত্র আশুরা উপলক্ষ্যে আরএমপি পুলিশ কমিশনারের সাথে আয়োজক কমিটির মতবিনিময় সভাশেরপুরে রোটার্যাক্ট ক্লাবের ১৮তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত Post Views: ২৮৯ SHARES সারা বাংলা বিষয়: