নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্র অমি’র মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর শনিবার বিকেলে বাড়ির কাছেই নাজমুল স্মৃতি সরকারী কলেজ মাঠে খেলার সাথীদের সাথে খেলতে যায় অমি। বিকেল চারটার দিকে খেলার মাঠ থেকে বাসায় যাওয়ার কথা বলে চলে আসে সে। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। ওই সময় তার পড়নে লাল রঙের প্যান্ট ও গায়ে হলুদ রঙের গেঞ্জি ছিল। এদিকে নিখোঁজের পরপরই অমি’র সন্ধান চেয়ে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। থানায় করা হয় সাধারণ ডায়েরি। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অমি’র সন্ধান অব্যাহত থাকলেও গত ৪ দিনে তার সন্ধান পায়নি পুলিশ। একপর্যায়ে অমি’র পরিবারের পক্ষ থকে বেশকিছু তথ্য পুলিশকে দিলে পুলিশ গত মঙ্গলবার রাতে কালিনগর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে বিল্লাল হোসেনের ছেলে রাকিব (১৯), ভাগ্নে জসিম ও সিয়াম নামে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে বুধবার ৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে অমির বাড়ির কাছাকাছি সাবেক কাউন্সিলর বকুলের ধানক্ষেত থেকে অর্ধগলিত বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, এর আগে অমির বড় ভাই গোলাম রাব্বি খান জেনিথকে ২০১৬ সালের ২৬ মার্চ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ক্ষুর দিয়ে মারাত্মক জখম করে একই এলাকার রাকিব (বর্তমানে আটক) ও হৃদয় নামে দুই যুবক। পরবর্তীতে ওই ঘটনায় এলাকাবাসীর আয়োজনে অপরাধীদের শাস্তির দাবীতে মানব বন্ধন করা হয়। জেনিথ বর্তমানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। ক্ষুরাঘাতের ঘটনায় চার্জশীট দাখিলের পর মামলাটি বিচারাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের ঘটনার জেরে অমিকে অপরহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করে গুমের চেষ্টা করা হয়েছে। Related posts:মেয়র জাহাঙ্গীর আ.লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার, হারাতে পারেন মেয়র পদতুরাগ নদে ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধারময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতে বাবা খুন Post Views: ৩৭০ SHARES নারী ও শিশু বিষয়: