নালিতাবাড়ীতে মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মোবাইল ফোনে প্রেমিক পরিচয়ে ডেকে নিয়ে ধানক্ষেতে ফেলে দেশীয় অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক এক সন্তানের জনক সাইম এবং ইউপি সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামের মজিবর রহমানের ছেলে এক সন্তানের জনক সাইম স্থানীয় রাজনগর রহমানিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে তার প্রেমিক পরিচয়ে মোবাইল ফোনে ডেকে বাড়ির কাছের ধানক্ষেতে নিয়ে যায়। কথামতো ওই কিশোরী ধানক্ষেতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে সাইম ওড়না দিয়ে মুখ চেপে ধরে ও ছুরি বের করে হত্যার হুমকী দিয়ে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে কিশোরী ভয়ে কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনা খুলে বলে। বিষয়টি শুনে তাৎক্ষণিক প্রতিবেশি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলী, ধর্ষকের পিতা মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্যরা গ্রাম্য শালিসে বসে ধর্ষককে এক লাখ টাকা জরিমানা ধার্য করেন। কিন্তু ধর্ষিতা ও তার মা ওই বিচার না মেনে অপরাধীর শাস্তির দাবিতে সোমবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের কাছে গেলে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণে অভিযুক্ত সাইম, প্রেমিক মাজেদুল, ইউপি সদস্য আব্দুল আলী ও যুবলীগ নেতা শাহিনুর ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার অভিযান চালিয়ে শালিসকারী শহিদুল ইসলাম ও খোরশেদ আলমকে আটক করে। Related posts:সিলেটে কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টাহাফসা ও রাসেলের পাশে ডিসি, তারাও দিলেন প্রতিশ্রুতিজামালপুরের জমি ও ঘর পেল ১৪৭৮টি গৃহহীন পরিবার Post Views: ২৬৭ SHARES নারী ও শিশু বিষয়: