পাকিস্তান ছাড়লেন নওয়াজ শরীফ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯ অনলাইন ডেস্ক : এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দুর্নীতির অভিযোগে তাকে ৭ বছরের জেল দেয়া হয়েছিল। সেখানে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। তার জীবন সঙ্কটাপন্ন হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে তাকে জামিন দেয়া হয়। মঙ্গলবার তিনি লাহোর থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি জমান। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই ও নিজের দল পিএমএলএনের সভাপতি শাহবাজ শরীফ ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান। পিএমএলের নেতা পারভেজ রশিদ বলেছেন, লন্ডনে পুরো চেকআপ করানোর পর বস্টন যাবেন নওয়াজ শরীফ। সফরকালে দু’ঘণ্টার জন্য তিনি অবস্থান করবেন দোহা’য়। আজ সকালে লাহোরের হজ টার্মিনালে দোহা থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে। এরপর তাতে স্থাপন করা হয়েছে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং একটি জরুরি অপারেশন থিয়েটার। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দেয়ার জন্য এই আয়োজন। এতে রয়েছেন চিকিৎসক ও প্যারামেডিকদের একটি দল। Related posts:গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগপবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো Post Views: ২১৭ SHARES আন্তর্জাতিক বিষয়: