প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : ট্রফি জিততে না পারলেও এশিয়া কাপ এবং এশীয় যুব ক্রিকেটের ফাইনালে খেলেছে বাংলাদেশ। কিন্তু কেন যেন এশিয়া মহাদেশের ইমার্জিং ক্রিকেটের ফাইনালটিই ছিল অধরা। আগের তিন আসরে দুই দুই বার শেষ চারে পৌঁছলেও ফাইনালে জায়গা করে নেয়া হয়নি।অবশেষে সে না পারা থেকে বেরিয়ে আসা। তিনবারের চেষ্টায় এশিয়ান ইমার্জিং ক্রিকেটের বহুল কাঙ্ক্ষিত ফাইনালে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাণ ফ্রুটো ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেট আর ৬১ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। Related posts:জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল টাইগাররালন্ডন যাবেন তামিমমোস্তাফিজ-বন্দনায় সাবেক ভারতীয় তারকারাও Post Views: ৩৭৫ SHARES খেলাধুলা বিষয়: