বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক কর্মশালা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সরকারি আনন্দ মোহন কলেজ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’ এবং বন অধিদফতরের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর অংশ নেয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক মো. রাকিবুল হাসান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক এ এস এম জহির আকন, আনন্দ মোহন কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীন, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের পরিচালক ড. মো. নাসির উদ্দিন এবং র্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম। আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগীতায় এই কর্মশালায় বক্তারা বন্যপ্রাণীর আবাসস্থল, বিপন্ন প্রাণী, সরীসৃপ, পাখী, জলজ প্রাণী, সংরক্ষিত বনাঞ্চল, অভয়াশ্রম, পরিবেশ সঙ্কটাপন্ন এলাকা সংরক্ষণ ও প্রাণীদের পরিবেশ ধ্বংসের জন্য দায়ী বিভিন্ন কারণ সম্পর্কে বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ রক্ষার আহবান জানান। আগত শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিপন্ন বন্যপ্রাণী নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া এই কর্মশালায় বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেণ অতিথিরা। কর্মশালার আগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস হতে বের হয়ে টাউন হল পর্যন্ত প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্লোগান সহকারে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। Related posts:নিজের ছবির সঙ্গে স্কুলছাত্রীর ছবি বসিয়ে ভিডিও তৈরি, আটক ৩ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীবরদীর রুহুল আমিনস্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস : শিক্ষা উপমন্ত্রী Post Views: ২৬১ SHARES সারা বাংলা বিষয়: