বাজারে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে : বাণিজ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ অনলাইন ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। টিসিবি থেকে আমাকে তেমনই রিপোর্ট দিয়েছে। বিষয়টি মনিটরিংয়ের জন্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ১০ থেকে ১৫ তারিখে মিশর থেকে ৫০ হাজার টনের বড় চালান আসলে দাম কমবে। ৯ হাজার টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ভারতের বেঙ্গালুরু থেকে। পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, আমাদের তিন থেকে চার হাজার টন পেঁয়াজ দেশে ঢোকা দরকার, আমাদের দৈনিক চাহিদা ৬ হাজার টন পেঁয়াজ। সব পেঁয়াজ তো বাইরে থাকে আসবে না, কিছু পেঁয়াজের উৎপাদন আমাদের রয়েছে। Related posts:‘২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১৬ হাজার ইউএস ডলার’রমজানে কমেছে নিত্যপণ্যের দামগ্রামের শ্রমিকরা ঘরে বসে বেতন পাবেন: বিজিএমইএ Post Views: ৩০৭ SHARES অর্থনৈতিক বিষয়: