ব্রাজিলের কোচকে ‘শাট আপ’ চিহ্ন দেখালেন মেসি! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ অনলাইন ডেস্ক : ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। প্রতিপক্ষ দলের কোচের সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচিত হচ্ছেন তিনি। সৌদি আরবের রিয়াদে ম্যাচ চলাকালেই মুখের সামনে আঙুল নিয়ে তিতেকে চুপ থাকার জন্য ইশারা করেছেন বার্সেলোনা তারকা। প্রথমার্ধের সময় তার শরীরি ভাষা অন্তত তাই বলে। ম্যাচের এক টেকনিশিয়ান জানিয়েছেন, মেসিকে হলুদ কার্ড দেখানোর জন্য আহ্বান জানিয়েছিলেন তিতে। সেসময় তাকে চুপ থাকতে বলেন মেসি। ম্যাচের পর তিতে নিজেও বিষয়টি স্বীকার করেছেন, আমি অভিযোগ করেছিলাম কারণ তাকে হলুদ কার্ড দেখানোর দরকার ছিল। সে আমাকে মুখ বন্ধ করতে বলেছিল এবং আমিও তাকে চুপ করতে বলেছি। তাকে কার্ড দেখানোর দরকার ছিল এবং অভিযোগ করে আমি সঠিক কাজটিই করেছি। এমন ম্যাচে রেফারিকে দৃঢ় ব্যক্তিত্বের হওয়া প্রয়োজন নইলে তার প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেয়ার আশঙ্কা থাকে।সূত্র: ফক্স স্পোর্টস এশিয়া Related posts:নেপালে জয় দিয়ে শুরু বাংলাদেশেরবঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপে মানিকগঞ্জকে হারিয়ে ফাইনালে শেরপুরআলায়না ও এরাম তাদের ছোট ভাইয়ের দেখা পেয়েছে : সাকিব Post Views: ২৫৯ SHARES খেলাধুলা বিষয়: