ময়মনসিংহে প্রবাসীর বাড়িতে মিলল ৭ হাজার কেজি লবণ, আটক ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে স্থানীয় এক প্রবাসীর বাড়ি থেকে সাত হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। লবণের কৃত্রিম সংকট তৈরির লক্ষে অবৈধভাবে মজুদের দায়ে এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। আটক চারজন হলেন- শাকিল ইসলাম (১৮), পারভেজ উদ্দিন (২৪), ছালেখ মিয়া (২২) ও হৃদয় ইসলাম (১৯)। বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ধলা বাজারের কাছে মুজিবর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করতে কিছু অসাধু ব্যবসায়ী ওই বাড়িতে তিনটি ঘরে কৃত্রিম গুদাম তৈরি করে লবণগুলো মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় ৭ হাজার কেজি লবণ জব্দ ও ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের সঙ্গে আরো যারা জড়িত আছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। Related posts:নীলফামারীতে ওএমএসের চাল বিক্রি শুরুরাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিতসিনহা হত্যা: প্রদীপসহ সব আসামির মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ Post Views: ৩২৯ SHARES সারা বাংলা বিষয়: